করোনাভাইরাসের নতুন দাপটে গত সাড়ে চার মাসের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা দেখেছে ‍বিশ্ব। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ হাজার ৬৪২ জনের। এই সময়ে শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৫ লাখ।

ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩৫ লাখ ২০ হাজার ৫৪৯ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলেছে।

এর আগে ২০ জানুয়ারি একদিনে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড ছিল ৩৭ লাখ ৭২ হাজারের বেশি। সেদিন মৃত্যু হয়েছিল ৯ হাজার ৭৬৭ জনের।