পুরান ঢাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব। রংবেরঙের ঘুড়ি পাখা মেলেছে আকাশে। আর, সন্ধ্যার পর আকাশে দেখা যাবে আতশবাজির ঝলকানি। প্রায় প্রতিটি বাড়ির ছাদ থাকবে সাজানো, বাজবে গান।
এ উৎসব কয়েকশ বছরের পুরোনো। উৎসব দেখতে ঢাকার অন্যান্য এলাকা তো বটেই, বিদেশিরাও ভিড় করেন পুরান ঢাকায়। দিনে ঘুড়ি আর রাতে আতশবাড়ির আলোয় মুগ্ধ হন তাঁরা। আকাশে ওড়া নানা রঙের ঘুড়ি কে কার আগে কাটতে পারে, তা নিয়ে চলে প্রতিযোগিতা। ঘুড়ি কেটে ফেলার আনন্দের ‘বাকাট্টা..বাকাট্টা..ধর ধর…’ বলে চিৎকার-মাতামাতি।