করোনার সংক্রমণ শুরু হওয়ার পর শনাক্তের সংখ্যায় একের পর এক রেকর্ড হয়েছে। তবে নতুন বছরে এসে আগের সব রেকর্ড ভেঙে নতুন সব রেকর্ড গড়ছে করোনা। বিশ্বজুড়ে শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ছাড়িয়েছে ৩১ লাখ।
এর আগে একদিনে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড ছিল ৭ জানুয়ারি। সেদিন শনাক্ত হয়েছিল ২৮ লাখ ৫ হাজার ৪০৭ জন। সেদিন মৃত্যু হয় ৬ হাজার ৭৮৯ জনের।
সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান করছে ফ্রান্স। দেশটিতে ৩ লাখ ৬১ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে, যা সংক্রমণ শুরুর পর একদিনে সর্বোচ্চ। ইতালিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৬ হাজার। বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ ৭৪৫ জন মারা গেছে রাশিয়ায়। কলম্বিয়াতে ১৮ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেয়া শুরু হয়েছে।
এদিকে, বাতাসে ২০ মিনিট থাকলেই ৯০ শতাংশ দুর্বল হয়ে পড়ে করোনাভাইরাস। এমনটাই জানাচ্ছে নতুন গবেষণা। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্রিস্টলের বিজ্ঞানীদের গবেষণায় এই তথ্য উঠে আসে।
গবেষকরা জানান, বাতাসে থাকার প্রথম পাঁচ মিনিটের মধ্যেই ভাইরাসটি সংক্রমণ ক্ষমতা অনেকখানি হারিয়ে ফেলে। একইসাথে, করোনা সংক্রমণের সক্ষমতায় তাপমাত্রা কোনও প্রভাব বিস্তার করে না বলে জানিয়েছেন গবেষকরা।