⚫ মাহমুদ হাসান, নিজস্ব প্রতিবেদকঃ
মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানাতে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে প্রতিষ্ঠানের সকলের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে করেছেন সাভার সেনানিবাসে অবস্থিত আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মহাপরিচালক ও প্রফেসর মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অব)।
পুষ্পস্তবক অর্পণের পর, মহাপরিচালক ও প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মহাপরিচালকের পাশাপাশি একই প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের সময় মেজর শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন, মেজর সৈয়দ হাসান ফয়সাল ও সহকারী অধ্যাপক আফজাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।