আজ খুলেছে স্কুল-কলেজ। সকাল থেকেই প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। হাত স্যানিটাইজ করাসহ স্বাস্থ্যবিধি মেনে তাদের শ্রেণিকক্ষে ঢোকানো হয়।

যাদের করোনা টিকা নেয়া আছে সেইসব শিক্ষার্থীরাই সশরীরে ক্লাসে যোগ দিতে পারছে। অন্যদের ক্লাস করতে হবে অনলাইনে। সরকার তাদেরও দ্রুত টিকার আওতায় নেয়ার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এদিকে, দীর্ঘ বিরতির পর ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরাও। আর শিক্ষার্থীদের পদচারণায় খুশি শিক্ষকরাও।