সঞ্জয়লীলা বানশালির নতুন ছবি গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি নিয়ে বহুদিনের অপেক্ষার অবসান হলো। বারবার তারিখ পেছানোর পর অবশেষে ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে সিনেমাটি৷ প্রকাশিত হলো বহুল প্রতিক্ষিত ছবিটির ট্রেলারও।
৩ মিনিট ১৬ সেকেন্ডের ট্রেলারটির পুরোটা জুড়েই দেখা গেছে গাঙ্গুবাই অর্থাৎ আলিয়া ভাটকে তার অধিকারের জন্য লড়াই করতে। যা নজর কেড়েছে দর্শকদের। কেননা এমন চরিত্রে আগে কখনো দেখা মেলেনি আলিয়ার। এছাড়াও ট্রেলারে অল্প সময়ের জন্য হলেও দেখা গেছে অজয় দেবগণ, বিজয় রাজ এবং জিম সার্ভকে।
ট্রেলারেই বোঝা যায়, কতখানি ওজস্বী হতে চলেছে গাঙ্গুবাঈয়ের চরিত্রটি ৷ রাজিয়া বাঈয়ের সঙ্গে গাঙ্গুবাঈয়ের ক্ষমতার দ্বন্দ্ব এবং ধীরে ধীরে তার ক্ষমতার কেন্দ্রে উঠে আসারই ঝলক রয়েছে ট্রেলারটিতে ৷ অন্যদিকে লালার চরিত্রে চেনা ঢঙে দেখা গেছে অজয়কেও ৷