আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি থেমে গেলে শুরু হবে শৈত্যপ্রবাহ।

আজ (৪ ফেব্রুয়ারি) সারাদেশে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট পশ্চিমা লঘুচাপের কারণে রাজধানীতে দেখা যায়নি সূর্য। আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিপাত থেমে গেলে সম্ভাবনা রয়েছে শৈত্যপ্রবাহের। তাতে দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমে যাবে। তবে রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।