নিবন্ধন ছাড়া করোনা টিকা নেয়া যাবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত
বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৭, ২০২২
করোনাভাইরাস প্রতিরোধে এখন থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো ধরনের নিবন্ধন ছাড়াই টিকা নেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ থাকবে।
বুধবার ১৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় ‘কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে’ টিকা ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ কথা জানান।
২৬ ফেব্রুয়ারি সারাদেশে বিশেষ ক্যাম্পেইনে ‘একদিনে এক কোটি’ কোভিড-১৯ টিকা দেয়ার কার্যক্রম পরিচালিত হবে। এরপর দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ কার্যক্রম আরও গতিশীল করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানান, “তখন আমরা দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ নিয়ে ব্যস্ত থাকবো। কাজেই যারা এখনও করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেননি, তারা বিলম্ব না করে নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকে টিকা নিয়ে নিন।”
অধ্যাপক খুরশীদ আলম বলেন, এক সমীক্ষায় দেখা গেছে, যারা করোনাভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অথবা মারা গেছেন তাদের বেশিরভাগই টিকা নেননি। যারা করোনাভাইরাসের টিকা নিয়েছেন, তাদের মধ্যে মৃত্যুহার কম এবং হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও তাদের মধ্যে কম। এই অবস্থায় সবাইকে আহ্বান করছি, সবাই করোনার টিকা নিন এবং নিজেকে সুরক্ষিত রাখুন, দেশকে সুরক্ষিত রাখুন।’