কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে তার ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস।সাকিবের পর সবার আগ্রহ ছিল মুস্তাফিজুর রহমানের নিলাম নিয়ে। তবে সাকিবের মতো নিলামে হতাশ হতে হয়নি মুস্তাফিজকে।

প্রথম দিনেই নানা ঘটনাই আলোচনায় চলে এসেছে নিলাম অনুষ্ঠান। প্রথম দিনেই অবিক্রিত রয়ে গেছেন বিপিএলে দারুণ ফর্মে থাকা সাকিব আল হাসান। অবিক্রিতদের তালিকাতে রয়েছেন আরও অনেকেই। বর্তমানে টি-টোয়েন্টির নাম্বার ওয়ান অল রাউন্ডার মোহাম্মদ নবিকেও প্রথম দিনের নিলামে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল। অবিক্রিতদের তালিকায় আরও আছেন দক্ষিণ আফ্রিকান ডেভিড মিলার, অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ, ভারতের অভিজ্ঞ ক্রিকেটার সুরেশ রায়না, অস্ট্রেলিয়ার ম্যাথিউ ওয়েড।

গেল আসরে দুই কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে নিয়েছিল রাজস্থান রয়্যালস। করোনাকালের ওই আসরে রাজস্থানের হয়ে মোটামুটি ভালো করেছেন বাংলাদেশি তারকা। তবুও এবার আর তারা আগ্রহ দেখায়নি।