করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ২১ জানুয়ারি মুক্তি স্থগিত করা হয়েছিল ইফতেখার শুভ পরিচালিত প্রথম ছবি ‘মুখোশ’। নবীন এই পরিচালক নতুন সিদ্ধান্ত নিয়েছেন। মার্চের ৪ তারিখ মুক্তি দিচ্ছেন ‘মুখোশ’।
সরকারি অনুদান পাওয়া ছবি ‘মুখোশ’র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, পরীমনি, রোশান। আরও আছেন ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, প্রান রায়, ফারুক আহম্মেদ, রাশেদ মামুন অপু, তারেক সপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী।