দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হবেঃ শিক্ষামন্ত্রী
শুক্রবার, ফেব্রুয়ারী ১১, ২০২২
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনার সংক্রমণ কমেছে তাই দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে চাই।
আজ শুক্রবার সকাল ১১ টায় সিলেট সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, করোনা মহামারি এখনও শেষ হয়ে যায়নি। তাই সকলের সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোও খুলে দিতে পারবো। আমরাও চাই যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে। যেহেতু সংক্রমণ কমছে, তাই আশা করছি জলদি আবার সব চালু করতে পারবো।
প্রসঙ্গত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান সংকট নিরসনের জন্য বর্তমানে সিলেটে অবস্থান করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শাবিপ্রবির চলমান সংকট সমাধানের জন্য শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে ডা. দীপু মনির।