বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে এখন থেকে সহজেই নিজেদের রেমিট্যান্স পারিশ্রমিক আনতে পারবেন ফ্রিল্যান্সাররা।

অনলাইনে আর্থিক লেনদেন, ডিজিটাল পেমেন্ট এবং গ্রাহকদের কার্যকরী মূলধন প্রদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের আর্থিক পরিষেবা সংস্থা পায়োনিয়ারের সঙ্গে ব্র্যাক ব্যাংক এবং বিকাশ যৌথভাবে এ সেবার উদ্যোগ নিয়েছে।

এর ফলে সহজেই পেওনিয়ার থেকে সরাসরি বিকাশে নিজেদের অর্থ আনতে পারবেন ফ্রিল্যান্সাররা, যেখানে স্থানীয় পেমেন্ট গেটওয়ে হিসেবে কাজ করবে ব্র্যাক ব্যাংক।

বিকাশ অ্যাকাউন্টে ন্যুনতম ১০০০ টাকা জমা হলেই একজন ফ্রিল্যান্সার নিজের পারিশ্রমিক তুলতে পারবেন।

এ টাকা অন্য বিকাশ অ্যাকাউন্টে সেন্ড মানি, পে বিল, কেনাকাটার পেমেন্ট, ক্যাশআউটে ব্যবহার করা যাবে।

বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের মতে, বাংলাদেশে সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার রয়েছে, যার মধ্যে ৫ লাখ সক্রিয়ভাবে কাজ করছে। পেওনিয়ার প্রকাশিত ২০১৯ সালের গ্লোবাল গিগ-ইকোনমি সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৮ম।