শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের লড়াই। আজ (১৫ ফেব্রুয়ারি) কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ের প্রথম লেগে মেসি-এমবাপ্পেদের পিএসজির মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রাত ২টায় শুরু হবে খেলাটি।


ইউরোপের সেরা হওয়ার এই আসরের সবচেয়ে সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদের বাধা অতিক্রম করতে মাঠে নামবে এখনও শিরোপার স্বাদ না পাওয়া পিএসজি। কাগজে কলমে লস ব্লাঙ্কোসরা এগিয়ে থাকলেও ফরাসি ক্লাবটিকে দুর্বল ভাবার সুযোগ নেই। রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচে চ্যালেঞ্জের পাশাপাশি বাড়তি চাপও রয়েছে স্বাগতিকদের। তবে মেসি-এমবাপ্পেদের ওপর পূর্ণ আস্থা রাখছেন পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো।