সাতক্ষীরায় দু'বাংলার প্রখ্যাত কন্ঠশিল্পী আবু আফফান রোজবাবু'র ৫৯তম জন্মদিন পালিত হয়েছে।

সোমবার (০৭ ফেব্রুয়ারী) রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরার সুলতানপুর সাংস্কৃতিক নাট্যগোষ্ঠী ও বর্ণমালা একাডেমি যৌথভাবে অনাড়ম্বর এই অনুষ্ঠানটির আয়োজন করে।

জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে একাধারে সুরকার, গীতিকার, খুলনা বিতারের সংগীত প্রযোজক ও সংগীত শিক্ষক রোজবাবুকে শুভেচ্ছা জানান সাতক্ষীরার সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, বর্ণমালার একাডেমির পরিচালক ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামিমা পারভীন রত্মা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, উদীচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, লেখক বল্টু বাসার, উদীচীর সাংগঠনিক সম্পাদক এস এম হাবিবুল হাসান, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর, লেখক মনিরুজ্জামান মুন্না, সংগীতশিল্পী মাহমুদুল হক জেমী, নবধারার পরিচালক মো. কামরুল ইসলাম, দীপক কুমার সরকার, বিশ্বজিৎ সাহা, ব্যাংক কর্মকর্তা আক্তারুজ্জামান কাজল, কাজী ইকবাল হাসান, কাজী ফরিদা ইয়াসমিন শিল্পী, দীব্বা সরকার, আব্দুল্লাহ আল মাসুদ, নাসির রহমতুল্লাহ শাহাজাদা, মিম মিলান, প্রবাল কুমার সানা প্রমুখ।

উল্লেখ্য, রোজবাবু সাতক্ষীরা জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও লিনেট ব্যান্ডর কর্ণধার।