করোনা পরিস্থিতির মধ্যে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। তাই বইমেলায় স্টলে দায়িত্বরত ব্যক্তি এবং বইমেলার সাথে সংশ্লিষ্ট সকলকে টিকা গ্রহণ, বুস্টার গ্রহণের পাশাপাশি টিকার সনদ সাথে রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে সংস্থাটির মুখপাত্র ডা. নাজমুল ইসলাম জানান, ‘প্রত্যেকটা মৃত্যুই অপ্রত্যাশিত তবে করোনায় এখনো মোট শনাক্তের বিপরীতে প্রত্যাশিত হারে কমেনি মৃত্যুর সংখ্যা। তাই স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। সবাইকে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার করতে হবে এবং অন্যদেরও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতে হবে।’