⚫ আল মুঈদ, নিজস্ব প্রতিবেদকঃ
মহান স্বাধীনতা দিবস ও বগুড়া মটোরসাইকেলিস্টের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে একটি জনসচেতনতা মূলক আনন্দ র্যালি এবং বিনোদনমূলক প্রীতিমিলনি অনুষ্ঠিত হয়।
২৬শে মার্চ ২০১৭ তে 'নো হেলমেট নো রাইড' মটো নিয়ে বগুড়া মটোরসাইকেলিস্টের যাত্রা শুরু হয়। সংগঠনটির ফাউন্ডার সাবিত শৈশব জানান বিভিন্ন জনসচেতনতা মূলক র্যালি করে থাকেন তারা। গতকাল ২৬ শে মার্চে পঞ্চম বর্ষপূর্তি ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জনসচেতনতামূলক র্যালি, সংগীত সন্ধ্যা, আকর্ষণীয় র্যাফেল-ড্র এবং পুরষ্কার প্রদান অনুষ্ঠান পালিত হয়।