টানা ২য় বারের মত বিশ্বকাপের মূল পর্বে উঠতে পারলো না চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। ইউরোপ অঞ্চলের বাছাই পর্বের প্রি প্লে অফে নর্থ মেসিডোনিয়ার কাছে শেষ মুহূর্তের গোলে হেরেছে ইতালি। তবে প্লে অফের ম্যাচে জায়গা করে নিয়েছে পর্তুগাল, সুইডেন ও ওয়েলস।

অন্যদিকে, লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে আবারও বড় জয় পেয়েছে ব্রাজিল। বৃহস্পতিবার রাতে চিলিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা। এদিন বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে উরুগুয়ে ও ইকুয়েডর।বিশ্বকাপের মূল পর্বের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না চিলির সামনে। 

কিন্তু একের পর এক আক্রমণ করে প্রথমার্ধেই দুই গোল আদায় করে নেয় সেলেসাওরা। ৪৪ মিনিটে পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন নেইমার। এর মিনিট দুয়েকের মাথায় ভিনিসিয়াস জুনিয়রের দারুন ফিনিশিংয়ে দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় তিতের শিষ্যরা।