রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫২তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ সকালে নগরীর উপকণ্ঠে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

তারপর থেকে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। ভোর থেকেই স্মৃতিসৌধের আশেপাশে অপেক্ষা করছিলেন তারা। সাধারণদের জন্য উন্মুক্ত করে দেয়ার পরেই ফুল হাতে এগিয়ে যান শত শত মানুষ।

তারা বলছেন, বাংলাদেশ এগিয়েছে অনেক, তবে স্বপ্ন পূরণে পেরোতে হবে আরো অনেকটা পথ। দ্রব্যমূলের লাগাম টেনে স্বাধীনতার সুফল পৌঁছাতে হবে খেটে খাওয়া মানুষের ঘরেও।