ফরিদপুরের সদরপুরে বিশ্ব জাকের মঞ্জিল স্পোর্টস একাডেমির আয়োজনে শুক্রবার সন্ধ্যায় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় চরভদ্রসন স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে প্রতিদ্বন্দ্বি দল সদরপুর খেলোয়াড় কল্যান সমিতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও পুরস্কার বিতরণ করেন মজিবুর রহমান চৌধুরী নিক্সন, এমপি ফরিদপুর-৪ ও প্রসিডিয়াম সদস্য,বাংলাদেশ আওয়ামী যুবলীগ
এসময় বিশেষ অতিথি হিসেবে সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার,চরভদ্রাসন ৩ ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খান,চরভদ্রাসনের আওয়ামী লীগের আনোয়ার আলী মোল্লা , চরভদ্রাসন ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান,চরভদ্রাসন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান, ভাংঙ্গা সার্কেল ফাহিমা কাদের চৌধুরী, সহকারী কমিশনার ভূমি জিয়াউর রহমান, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, সদরপুর ইউপি চেয়ারম্যান কাজী জাফর, নুরুল্লাগঞ্জ ইউপি চেয়ারম্যান শাহিন আলম শাহাবুর, নুরুল্লাগঞ্জ ইউপি সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম তারেক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উক্ত খেলাটিতে সার্বিক পরিচালনায় ও তত্বাবধানে ছিলেন শহিদুল ইসলাম শাহিন, ফারুক হোসেন বাকু, মোঃ জাহাঙ্গীর। খেলার মাঠের পরিচালনায় ছিলেন রেফারি ভোলা দাস। ধারাবিবরণী প্রদান করেন ধারাভাষ্যকার মিজানুর রহমান সিনহা। অন্তত ৫ হাজার দর্শক টুর্ণামেন্টের ফাইনাল খেলাটি উপভোগ করেন।