চোট কাটিয়ে নিজের ক্লাব পিএসজির দলে ফিরেছেন নেইমার। সবশেষ চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের সঙ্গেও খেলে ফেললেন। ক্লাবের পর এবার ব্রাজিল জাতীয় দলেও ফিরলেন এ তারকা ফুটবলার।

কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচের জন্য নেইমার-ভিনিসিউসকে নিয়ে ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। দলে খুব একটা চমক না থাকলেও বাদ পড়েছেন গ্যাব্রিয়েল জেসুস। ব্রাজিলের জার্সিতে ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে গোল করেছিলেন তিনি। এরপর গত ১৬ ম্যাচে আর জালের দেখা পাননি। এবার বাদ পড়লেন দল থেকেই।

কোভিড-১৯ প্রোটোকল ভঙ্গের কারণে ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ বিতর্কিতভাবে বাতিল করা ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি আবার মাঠে গড়াবে। যদিও ম্যাচটির তারিখ এখনও নির্ধারিত হয়নি।

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)।

ডিফেন্ডার: দানি আলভেস (বার্সেলোনা), দানিলো (জুভেন্টাস), অ্যালেক্স টেলেস (ম্যানচেস্টার ইউনাইটেড), গুইলহার্মে আরানা (অ্যাটলেটিকো মিনেইরো), এডের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), মারকুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)।

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ব্রুনো গুইমারায়েস (নিউক্যাসল), আর্থার (জুভেন্টাস), ফ্যাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকুয়েতা (লিয়ন), ফিলিপে কৌতিনহো (অ্যাস্টন ভিলা)।

ফরোয়ার্ড: অ্যান্টনি (আয়াক্স), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল), নেইমার (পিএসজি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনহা (লিডস ইউনাইটেড), রিচার্লিসন (এভারটন), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)