হৃতিক রোশন ও সাবা আজাদ, এই মুহূর্তে বলিউডের অন্যতম আলোচিত নাম। সম্প্রতি মুম্বাইয়ের একটি ক্যাফেতে একসঙ্গে দেখা যায় তাদের। একে অপরের হাত ধরে ক্যাফে থেকে বাইরে আসতেই তাদের নিয়ে শুরু হয় গুঞ্জন। এরপর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে হৃতিকের বাড়িতে তার পরিবারের সঙ্গেও দেখা যায় সাবাকে। তাহলে কি শিগগিরিই বিয়ে করতে চলেছেন তারা? তাদের কাছের এক বন্ধু ফাঁস করলেন খবর।

ইন্ডিয়া টুডেকে ওই বন্ধু জানান, হৃতিক রোশন ও সাবা আজাদ অঙ্গাঙ্গি জড়িত। সাবাকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছে হৃতিকের পরিবার। হৃতিকের মতোই তারা সাবার গান বেশ পছন্দ করে।

ওই বন্ধু আরও জানান, হৃতিক ও সাবা অবশ্যই একসাথে আছেন, তবে তাঁরা কেউই তাড়াহুড়ো করতে চান না।

ওই সূত্রের দাবি, শুধু হৃতিকের পরিবারের সদস্যই নয়, তাঁর সাবেক স্ত্রী সুসান খান ও তাঁদের দুই সন্তান রিহান ও রিধানের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে সাবা আজাদের।