বাজার নিয়ন্ত্রণে রাখতে নিত্যপ্রয়োজনীয় বেশকিছু পণ্যের ওপর ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই তালিকায় রয়েছে ভোজ্যতেল, চিনি ও ছোলা। এ সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে, সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী। সভার সিদ্ধান্ত অনুযায়ী সয়াবিন তেলের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হবে। তৃণমূল মানুষের কাছে কম দামে পণ্য পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, টিসিবির মাধ্যমে ইউনিয়ন পর্যায় পর্যন্ত পণ্য সরবরাহের কাজ শিগগিরই শুরু হবে। এজন্য টিসিবির সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে। এতে করে আরও বেশি পণ্য সংগ্রহের পাশাপাশি সরবরাহ ব্যবস্থাপনাও সম্প্রসারিত হবে।
নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার পূর্ণমাত্রায় সহযোগিতা করছে বলেও জানান তিনি।
টিসিবি ট্রাকসেল কার্যক্রম প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সারা বছর টিসিবির প্রয়োজন হয় না। তবে যখন যেটা প্রয়োজন হয়, তখন সেটার জন্য ব্যবস্থা করতে হয়।
সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছু করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।