ক্রিস্টিয়ানো রোনালদো ফুরিয়ে যাচ্ছেন— শেষ কয়েক ম্যাচে বিবর্ণ পর্তুগিজ সুপারস্টারকে নিয়ে চলছিল এমন আলোচনা। বিতর্ক, সমালোচনা এবং চোট ছাপিয়ে চিরচেনা রূপে ফিরলেন সিআরসেভেন। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে করলেন ম্যাচজয়ী হ্যাটট্রিক, গড়লেন ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড।
৩৫ মিনিটে পেনাল্টি থেকে স্পার্সকে সমতায় ফেরান হ্যারি কেইন। তবে প্রথমার্ধেই আবারও লিড নেয় স্বাগতিকরা। ৩৮ মিনিটে আবারও রোনালদোর গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। এবার জেডন সানচোর বাড়ানো বলে স্কোর শিটে নাম তোলেন তিনি। এই গোলের মাধ্যমে চেকোস্লোভাকিয়ার ইয়োসেফ বিকানের ৮০৫ গোলকে পেছনে ফেলে নতুন রেকর্ড লেখেন রোনালদো।
৭২ মিনিটে ২য় বারের মত সমতায় ফেরে টটেনহ্যাম। এবার আত্মঘাতী গোল করে বসেন ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার। ৮১ মিনিটে ক্লাব ক্যারিয়ারে নিজের ৪৯তম হ্যাটট্রিক করেন ক্রিস্টিয়ানো রোনালদো। কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে ১৪ বছর পর রেড ডেভিলদের জার্সিতে হ্যাটট্রিক করলেন সিআরসেভেন। আর এতেই ইংলিশ প্রিমিয়ার লিগে দুই ম্যাচ পর জয়ের ধারায় ফিরলো রালফ র্যাংনিকের ম্যানচেস্টার ইউনাইটেড। একই সাথে ইপিএলের প্রথম দল হিসেবে ঘরের মাঠে ৪০০ ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করলো ম্যানচেস্টার ইউনাইটেড।