পেশাদার ক্রিকেটার ছিলেন, চট্টগ্রাম জেলা-বিভাগের হয়ে অনুর্ধ্ব ১৩, ১৫, ১৬, ১৮ খেলেছেন। প্রিমিয়ার লিগেও নিয়মিত খেলতেন। ২০০৯ সালে হঠাৎ পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। অনেক চেষ্টা করেও আর ক্রিকেটে নিয়মিত হতে পারেননি। শেষে ফাস্ট বোলিং ছেড়ে স্পিন বোলিংয়ে ঢুকে চেষ্টা করেও ফিরতে পারেননি ক্রিকেটে।

বলা হচ্ছে শেহজাদ ওমরের কথা, শুরুটা র‍্যাম্প, বিলবোর্ডের মডেল ও টিভিসি দিয়ে হলেও এখন নাটকে অভিনয় করেন। সেখান থেকে পা রেখেছেন চলচ্চিত্রে। জাজ মাল্টিমিডিয়ার ‘মোনা’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রে কাজ করলেন শেহজাদ ওমর।

শেহজাদ বলেন, ইনজুরির কারণে ক্রিকেট ছাড়তে হয়েছিল। চিকিৎসক বলেছিলেন, আর খেলতে পারবো না। আমার সাথে খেলতো ইয়াসির রাব্বী, সে এখন ন্যাশনাল টিমে। এছাড়া ইরফান শুক্কুর আছে। আমরা একসঙ্গে খেলতাম। ইনজুরিতে না পড়তাম হয়তো আমিও খেলতে পারতাম। বেশি দৌড়ঝাঁপ করলে এখনও আমার পায়ে সমস্যা হয়।