পবিত্র রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
হিজরি ১৪৪৩ (২০২২ খ্রিস্টাব্দ) সালের রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এ অফিস সময়সূচি নির্ধারণ করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।