যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসর। এবারের অস্কারে ‘কিং রিচার্ড’ ছবির রিচার্ড উইলিয়ামস চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন উইল স্মিথ। এবারের আয়োজনে সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন কমেডিয়ান ক্রিস রক।
সেরা ফিচার ডকুমেন্টারি শাখায় মনোনয়নপ্রাপ্ত প্রামাণ্যচিত্রগুলোর ব্যাপারে বলতে অস্কারের মঞ্চে এসেছিলেন ক্রিস রক। হাভিয়ের বারদেম এবং উইল স্মিথকে নিয়ে কয়েকটি কৌতুক বলেছিলেন তিনি। তারপর হঠাৎ মঞ্চে উঠে আসতে দেখা যায় উইল স্মিথকে। ক্রিস রকের সামনে গিয়ে আচমকাই তার গালে একটি চড় মেরে বসেন কিং রিচার্ড চলচ্চিত্রের জন্য এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার জেতা উইল স্মিথ। এ ঘটনায় হতভম্ব হয়ে পড়েন অনুষ্ঠানে উপস্থিত অনেকেই।
নিজের আসন থেকে চিৎকার করে বলে, ‘তোমার এসব নোংরা কথা থেকে আমার স্ত্রীকে দূরে রাখো।’
উইল স্মিথের কথায় পরিষ্কার হয়, কৌতুক করে ক্রিস রককে চড় মারেননি তিনি। ক্রিস রক অবশ্য ‘টেলিভিশন ইতিহাসে শ্রেষ্ঠ দিন’ বলে পরিস্থিতি হালকা করার চেষ্টা করেন।