মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী , জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা প্রধানের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন: এখনই যুদ্ধ বন্ধ না করা হলে ইউরোপের অন্য দেশকেও রাশিয়া লক্ষ্যবস্তু করবে। ‘লজ্জাজনক’ যুদ্ধ বন্ধ করে রুশ সেনাদের আত্মসমর্পণের মাধ্যমে সম্মানজনক জীবন বেছে নেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।