বুধবার (১৬ মার্চ) সকালে রাজধানীর সড়কে দেখা গেছে গত কয়েকদিনেরই প্রতিচ্ছবি। এদিন সকাল থেকেই ঢাকায় তীব্র যানজট। চরম দুর্ভোগে সকল পেশার যাত্রীরা।
শ্রেণিকক্ষে পুরোদমে পাঠদান শুরুর পর থেকে রাস্তায় যাত্রী সংখ্যা বেড়ে গেছে। পাশাপাশি মেট্রোরেল, ঢাকা উড়াল সেতু, বিভিন্ন স্থানে সড়ক নির্মাণ ও প্রশস্তকরণ কাজের জন্য চলাচলের রাস্তা কমে গেছে রাজধানীতে। যার ফলে সৃষ্টি হচ্ছে এই যানজট।