ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং বেছে নিল দক্ষিণ আফ্রিকা। আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ১১০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বাংলাদেশ। আর ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে দক্ষিণ আফ্রিকা।
দু’দলের একাদশ
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।