বাজারে দাম সহনীয় করতে ব্যবসায়ী ও উৎপাদন পর্যায়ে পরিশোধিত সয়াবিন ও পাম তেলের ভ্যাট প্রত্যাহার করে মূলধনী যন্ত্রপাতি সংক্রান্ত প্রজ্ঞাপন (এসআরও) জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সোমবার (১৪ মার্চ) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এতদিন সয়াবিন ও পাম তেলের স্থানীয় উৎপাদন বা পরিশোধন পর্যায়ে ১৫ শতাংশ ও ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আদায় করা হত।