ইউক্রেনের নড়বড়ে প্রতিরোধ কাঠামো যেকোনো মুহূর্তে ভেঙে ফেলতে পারে রুশ সেনাবহর। কিয়েভ অভিমুখে ৪০ মাইল দীর্ঘ ট্যাংক বহরের ছবি প্রকাশের পরই এমন উদ্বেগ পশ্চিমা বিশ্বের।

বিবিসি বলছে, একইসাথে খারকিভ-খেরসন শহরেও চালানো হচ্ছে সর্বাত্মক হামলা। ১১শর বেশি স্থাপনায় বোমা হামলা চালানোর দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। এরই মধ্যে বোমা হামলা ঠেকাতে নো ফ্লাই জোন চেয়েছে ইউক্রেন।

ক্লাস্টার বোমা মেরে নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে বলেও অভিযোগ দেশটির।রুশ হামলায় রীতিমতো নরককুণ্ডে পরিণত হয়েছে ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ শহর খারকিভ।রুশ বিমান বাহিনীর হামলা মোকাবেলায় নো ফ্লাই জোন ঘোষণার জোরালো দাবি তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমের জেলেনস্কি।

/এডব্লিউ