সকাল কিংবা রাত সবসময়ই চোখ চলে যায় দেয়ালঘড়ির দিকে। টিকটিক টিকটিক শব্দে সেই তো প্রথম তাড়া দেয় বিছানা ছাড়ার।

ঘড়ি কেনার সময় দোকানগুলোতে লক্ষ্য করলে দেখবেন সবকটি ঘড়িতেই বেজে থাকে ১০ টা ১০ মিনিট। এর ব্যতিক্রম খুবই কম চোখে পড়বে। কিন্তু, এর রহস্য কি? কেন হঠাৎ এমনই একটা বিশেষ সময়ে থেমে থাকে ঘড়ির কাঁটা?

এ বিষয়ে ঘড়ি সংস্থার কর্ণধারদের মতভেদ হলো- ঘড়ির কাঁটাগুলোতে ১০ টা ১০ মিনিট পজিশনে কাঁটা দুটি থাকলে কোম্পানির লোগো দেখতে কোনো সমস্যা হয় না। অপরদিকে কাঁটা দুটো ৩:১৫ বা ৪:২০ তে থাকলেও একই সুবিধা পাওয়া যায়। কিন্তু ১০:১০ ঘড়ির কাঁটা দুটো দেখতে অনেক বেশি সুন্দর লাগে।