ফরিদপুর 
চরভদ্রাসন প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে অগ্নিকাণ্ডে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) দিবাগত রাত দুই টার দিকে সদর ইউনিয়নের আব্দুল শিকদার ডাঙ্গী আমীরের ব্রিজ সংলগ্ন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ ওই দুই ব্যাবসায়ী হলেন সদরপুর উপজেলার বিঞ্চুপুর ইউনিয়নের লোহারটেক গ্রামের মৃত মিজান মোল্যার ছেলে আতিয়ার রহমান (৫৯) ও মৃত শেখ মনসুরের ছেলে শেখ জালাল (৫২)।

ব্যবসায়ী আতিয়ার রহমান জানান, মুদি মালের ব্যবসা করতেন তিনি। রাত সাড়ে নয়টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত দুইটার দিকে স্থানীয়দের কাছে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন তার দোকান দাউদাউ করে জ্বলছে। আগুনে তার দোকানঘরসহ দোকানে থাকা সকল প্রকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

ক্ষতিগ্রস্থ্য আরেক ব্যবসায়ী শেখ জালাল বলেন, তিনি দোকান ঘর ভাড়া নিয়ে ডেকোরেটরের ব্যবসা করতেন। আগুনে ওই ঘরের একাংশ পুড়ে গেছে। তার দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চরভদ্রাসন ফায়ার ষ্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুর্তজা ফকির বলেন, রাত দুই টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবীর ত্রপা বলেন, অগ্নিকাণ্ডে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে।