ব্যবসায়ী-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘাতকে কেন্দ্র করে রাজধানীর নিউমার্কেট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বুধবার (২০ এপ্রিল) ঘটনার তৃতীয় দিনে এসেও সংঘর্ষের জেরে সকাল থেকে পুরো এলাকার দোকান-পাট বন্ধ রয়েছে।

বিবদমানরা সরে গেলেও, থমথমে অবস্থা বিরাজ করছে নিউ মার্কেট এলাকায়। সংঘর্ষের সময় ব্যবহৃত ইটের টুকরো যান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। রাস্তায় মাঝে মাঝে দু-একটা অ্যাম্বুলেন্স চলছে। কিছু রিকশা ও মোটরসাইকেলও দেখা গেছে।