সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় গুলশান আজাদ মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়।
যে সিলেট তাকে সব সময় ডাকতো, আগামীকাল রোববার তার প্রিয় সেই সিলেটেই পারিবারিক কবরস্থানে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত চির নিদ্রায় শায়িত হবেন।
৮৮ বছর বয়সে শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান আবুল মাল আব্দুল মুহিত।
বহুমাত্রিক গুণের অধিকারী সাবেক অর্থমন্ত্রীর চির বিদায়ে শোকগ্রস্ত পুরো জাতি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।