প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ির পথে ছুটছে মানুষ। দেশের প্রধান দুই ঘাটে যাত্রীদের ঢল নেমেছে। বিশেষ কোরে শিমুলিয়া ঘাটে ভোর থেকে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।

ঘাট এলাকায় বাস ঢুকতে না দেয়ায় ৪-৫ কিলোমিটার হেঁটেই ফেরি ও লঞ্চে উঠছেন যাত্রীরা। পারাপারের অপেক্ষায় ঘাটে আটকে আছে কয়েকশত ছোট গাড়ি। মোটরসাইকেলের সংখ্যাও চোখে পড়ার মতো।
গণপরিবহন বন্ধ ও বিজিবি মোতায়েন করে কয়েকটি চেকপোস্ট বসিয়েও ঘরমুখী সাধারণ মানুষকে এবার আটকে রাখা যায়নি।

সংশ্লিষ্টরা বলছেন, শিমুলিয়া ফেরিঘাট আর কখনো এত মানুষকে একত্রে পায়নি।

বিআইডব্লিউটিসির এজিএম মো. সফিকুল ইসলাম জানান, ঈদের বাকি আর মাত্র এক দিন। তাই ক্রমেই চাপ বাড়ছে। শিমুলিয়া রুটে এখন ১৫টি ফেরি নিয়মিত চলাচল করছে।