দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্পচাপের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার কথা জানিয়েছে সরকার। বিবিয়ানা গ্যাস ফিল্ডে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য এ সমস্যা দেখা দিয়েছে বলে জানানো হয়েছে।

রমজানের প্রথম দিনেই রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস ছিল না। রোববার (৩ এপ্রিল) দুপুর থেকেই ঢাকার শাহজাদপুর, বাড্ডা, ধানমন্ডি, মোহাম্মদপুর, হাতিরপুল ও আরামবাগ এলাকায় গ্যাস সংকট দেখা দেয়।

এসব এলাকার অনেক বাসিন্দা অভিযোগ করে বলেছেন, গ্যাস না থাকার কারণে ইফতার সামগ্রী তৈরি করতে পারেননি। কেউ কেউ আবার ভোগান্তিতে পড়ে ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

বিবিয়ানা গ্যাস ফিল্ডে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপের সৃষ্টি হচ্ছে। এ কারণে কিছু কিছু গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটছে। ফলে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে। অভিজ্ঞ প্রকৌশলীরা রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ করে যাচ্ছেন। খুব দ্রুততম সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।