কাতার বিশ্বকাপের আগে আরও একবার মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগামী ১১ জুন মেসি-নেইমারের লড়াই দেখবে ফুটবল বিশ্ব। এরই মধ্যে টিকিট বিক্রিও শুরু হয়েছে।

গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার কথা ছিল আর্জেন্টিনার। তবে আর্জেন্টাইন ফুটবলাররা করোনা প্রটোকল না মানায় ম্যাচ শুরু হওয়ার খানিক পর ব্রাজিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রভাবে বাতিল হয় ম্যাচটি।