অস্কোরের মঞ্চে মার্কিন কমেডিয়ান ক্রিস রককে থাপ্পড় মারার ঘটনায় অভিনেতা উইল স্মিথকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে অস্কার কর্তৃপক্ষ। অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এ তথ্য জানিয়েছে। এছাড়া আগামী ১০ বছরে হলিউডের শীর্ষ চলচ্চিত্র প্রতিষ্ঠানের আয়োজিত অন্যান্য অনুষ্ঠানগুলোতেও যেতে পারবেন না স্মিথ। তবে গত মাসে পাওয়া সেরা অভিনেতার অস্কার পুরস্কারটি বাতিল করা হয়নি তার।

‘অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স’ চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক বলে বিবেচিত অস্কার পুরস্কারের আয়োজন করে। কিন্তু এবারের অস্কারের মঞ্চে পুরস্কারের চেয়ে বড় হয়ে দাঁড়ায় উইল স্মিথের চড়কাণ্ড।

এমন আচরণের জন্য ক্রিস ও অস্কার কর্তৃপক্ষের কাছে স্মিথ পরে ক্ষমাও চান। তবে, ক্ষমা চেয়েও পার পেলেন না এ বছরের সেরা অভিনেতার অস্কারজয়ী স্মিথ।