বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি নার্সিগ বেগম ক্যান্সারে আক্রান্ত মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
সাকিবের বাবা মাশরুর রেজা জানিয়েছেন, শনিবার (৯ এপ্রিল) জোহরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নরসিংদীতেই দাফন করা হবে তাকে।তবে এখনই দেশে ফিরতে পারছেন না সাকিব ও আলাইনা। তাই তাদের ছাড়াই দাফন করা হচ্ছে।