রাজধানীর নীলক্ষেত মোড়ে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। গতকাল সোমবার রাতের সংঘর্ষের জের ধরে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। ঢাকা কলেজের মূল ফটকের ভেতরে থাকা ছাত্রদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন ব্যবসায়ীরা। পাল্টা হামলা করছেন শিক্ষার্থীরাও।

এসি আবুল হাসান বলেন, ‘গতকাল রাতে নিউমার্কেট এলাকায় সংঘর্ষে আমি নিজেই আহত হই। যখন ইট-পাটকেল ছোড়া হয়, তখন আমার শরীরে এসে লাগে। আমি এখন রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।’