রোজা খারার প্রথম ধাপ হচ্ছে সাহরী করা। আমাদের আশেপাশের অনেক মানুষ আছেন যারা খাবারের অভাবে ঠিকমত সাহরী করতে পারেন না। তাদেরকে তৃপ্ত করার জন্য 'হোপ ফাউন্ডেশন- হোপ ফর বাংলাদেশ' ১৭ই এপ্রিল আয়োজন করেছিল "সাহরী - ভোরের আলোয় তাদের তৃপ্তি" নামক সাহরী বিতরণ কর্মসূচি। 

এই ফাউন্ডেশনের ভলেন্টিয়াররা রাত ২টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন এবং আশেপাশের এলাকা ঘুরে দরিদ্র-অসহায় মানুষের মাঝে সাহরী বিতরণ করেন।

ফুটপাত, রেলস্টেশন, ওভার ব্রিজে যে সব নিপীড়িত, সুবিধাবঞ্চিত মানুষ বসবাস করে, তাদের নিয়ে কাজ করে থাকে 'হোপ ফাউন্ডেশন- হোপ ফর বাংলাদেশ'।

ফাউন্ডেশনটির উদ্দেশ্যই হচ্ছে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের প্রয়োজনে তাদের পাশে থাকা।

'হোপ ফাউন্ডেশন- হোপ ফর বাংলাদেশ'র প্রধান জানিয়েছেন, "আমরা যখন তাদেরকে ডেকে খাবার দিচ্ছিলাম, তখন তাদের খুশি তাদের চোখের আভায় অনুভব করা যাচ্ছিল।"

তিনি আরও বলেন, "এক চাচা খাবার নিতে নিতে বলছিল, অনেক দিন ভালো করে সাহরী করি না, আজকে মন মত খাইতে পারমু।"