রাজধানীর নিউমার্কেট এলাকায় ছাত্র-ব্যবসায়ীর সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের হল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরের পর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ ঘোষণা দেন। তিনি বলেন, আজ ১৯ এপ্রিল থেকে আগামী ৫ মে পর্যন্ত হল বন্ধ থাকবে। বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশ দেন।
সোমবার রাত ৯টার দিকে নিউ সুপার মার্কেটে কেনাকাটার সময়ে দরদাম নিয়ে বিতর্কের জেরে দোকান কর্মচারী ও শিক্ষার্থীর মাঝে সংঘর্ষ বাঁধে। ঘটনাটি ক্যাম্পাসে জানাজানি হলে রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন।
রাত ১২টার দিকে শিক্ষার্থীরা কলেজের সামনের রাস্তা অবরোধ করে রাখেন। এক পর্যায়ে তারা নিউ মার্কেটের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে দোকান কর্মচারীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।