রমজানের মাঝামাঝি। ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে রাজধানীর শপিংমল, মার্কেট ও পোশাকের শো-রুম। গত দুদিন পহেলা বৈশাখের ছুটি ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় রাজধানীর শপিংমলগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া, বসুন্ধরা শপিং কমপ্লেক্স ছিল লোকে লোকারণ্য। নিজেদের সাধ্যমতো মানুষ প্রিয়জনদের জন্য কেনাকাটায় ব্যস্ত ছিলেন তাঁরা।

এবারের ঈদে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, থ্রি-পিছ, শাড়ির পাশাপাশি তরুণীদের মধ্যে ‘গারারা’ ও ‘সারারা’র চাহিদা বেশি বলে জানান বিক্রেতারা। দেশীয় কাপড়ের পাশাপাশি ভারতীয় পোশাকের চাহিদা রয়েছে যথেষ্ঠ।

গেল দু’বছর অনলাইনে কেনাকাটায় ছিল ক্রেতাদের ভরসা। এবার নিজেরা মার্কেটে এসে হাতে ধরে-দেশে পছন্দের পোশাক সংগ্রহ করতে পারছেন।

এক ক্রেতা জানালেন, “দু’বছর তো অনলাইন বেইজ ছিল, মার্কেটে এসে দেখার সুযোগ পাইনি। তো এবার খুবই ভাল লাগছে।”

আরেক ক্রেতা বলেন, “সাধারণ মানুষ সবাই স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। ঈদটাকে উদযাপন করতে পারছে, কেনাকাটা করতে পারছে। খুবই ভাল লাগছে।”