রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে যখন সবাই ব্যস্ত সময় পার করেছিলো তখনই ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতে ঝড় তোলে কন্নড় সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মুক্তিপ্রাপ্ত কন্নড় এ সিনেমা মুক্তির প্রথম দিনে হিন্দি বক্স অফিসে আয়ের রেকর্ড গড়ে। পিছে ফেলে দিয়েছে ভারতে সাড়া জাগানো সিনেমা ‘বাহুবলি: দ্য কনক্লুশন’ ও ‘আরআরআর’কে।

হিন্দি ভার্সনে অবিশ্বাস্য চমক দেখিয়েছে ‘কেজিএফ ২’। প্রথম দিনে ৫৩ কোটি ৯৫ লাখ রুপি আয় করেছে। এর আগে প্রথম দিনে সর্বোচ্চ আয় ছিল হৃতিক রোশন ও টাইগার শ্রফের ‘ওয়ার’ সিনেমার। সেটি আয় করেছিল ৫১ কোটি ৬০ লাখ রুপি। কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমা হয়েও ‘কেজিএফ ২’ গুঁড়িয়ে দিয়েছে হিন্দির সমস্ত রেকর্ড।

প্রসঙ্গত, ‘কেজিএফ-চ্যাপ্টার টু’ সিনেমাটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। এতে যশ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ। জানা গেছে, ভারতে হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালাম ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।