আজও ৭ মিনিটে করতালিতে মুখরিত হয়েছে গ্যালারি, যেমনটা হয়েছিল তিন দিন আগে। সদ্যোজাত পুত্রসন্তানের মৃত্যুতে শোকাহত ক্রিস্টিয়ানো রোনালদোকে সহমর্মিতা জানিয়েছিল লিভারপুল। আজ আর্সেনালও প্রতিপক্ষকে সম্মান দেখাল।

অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে তাঁর ১০০তম গোল। তবুও প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে ৩-১ ব্যবধানের হার দেখে মাঠ ছাড়ে ম্যানইউ। আর্সেনালের পক্ষে তিন গোল করেন যথাক্রমে সুনো তাভারেস, বুকাইয়ো সাকা ও গ্রানিত শাকা। অপরদিকে রেড ডেভিলদের পক্ষে একমাত্র গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

গানারদের ঘরের মাঠে ২০১৭ সালের ডিসেম্বর পর থেকে কোনো লিগ ম্যাচ জিততে পারেনি ইউনাইটেড। গত ম্যাচে লিভারপুলের বিপক্ষে বিধ্বস্ত হবার পর গানারদের কাছে হার চোখ রাঙাচ্ছে রেড ডেভিলদের শেষ চারে থাকাও সংশয়ে ফেলেছে।

ঘরের মাঠে শুরুতেই ম্যানইউকে চেপে ধরে গানাররা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন তাভারেস। খেলার ৩২তম মিনিটে বুকাইয়ো সাকা পেনাল্টি থেকে ২-০ ব্যবধানে এগিয়ে দেয় আর্সেনালকে।

এর দুই মিনিট পর রোনালদো খেলায় ফেরায় ম্যানইউকে। গোল করে প্রিমিয়ার লিগে নিজের শততম গোল স্পর্শ করে বিদায়ী সন্তানকে উদ্দেশ্য করে আকাশের দিকে হাত উঁচিয়ে দেখান রোনালদো। এই গোলের মধ্য দিয়ে রোনালদো প্রথম ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগ, সিরি আ ও স্প্যানিশ লিগে শততম গোল করা প্রথম ফুটবলার হলেন।

ম্যাচের ৭০ তম মিনিটে গ্রানিত শাকা গোল করে আর্সেনালের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। এই জয়ে ৩৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে আর্সেনাল। অপরদিকে ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ছয়ে ম্যানইউ। চ্যাম্পিয়নস লিগের আশা বাঁচিয়ে রাখা রোনালদোদের জন্য কঠিন হয়ে উঠলো।