নাইজেরিয়ায় একটি অবৈধ তেল পরিশোধনাগারে বিস্ফোরণে শতাধিক বেশি মানুষ নিহত হয়েছে। দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় শনিবার ইমো রাজ্যের পেট্রোলিয়াম বিষয়ক কমিশনার গুডলাক ওপিয়া জানান, একটি অবৈধ বাঙ্কারিং সাইটে আগুন লাগার পর ১০০ জনের বেশি মানুষ আগুনে পুড়ে মারা গেছে।

স্থানীয় সময় শনিবার ইমো প্রদেশের জ্বালানি সম্পদ–বিষয়ক কমিশনার গুডলাক ওপিয়াহ বলেন, ‘অবৈধ একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ড হয়েছে। এ ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন, যাঁদের শরীর আগুনে এমনভাবে পুড়ে গেছে যে, তাঁদের শনাক্ত করা যাচ্ছে না।’

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, বিস্ফোরণে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যা আফ্রিকার সবচেয়ে বড় অশোধিত তেল উৎপাদনকারী নাইজেরিয়ায় সর্বশেষ ঘটনা।

অবৈধ তেল পরিশোধন নাইজেরিয়াতে একটি সাধারণ ব্যপার। সাধারণত তেল চোরেরা অপরিশোধিত চুরি করার জন্য পাইপলাইন ভাঙচুর করে কালোবাজারে বিক্রি করার জন্য পরিশোধন করে থাকে।