চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে ‘৭’ গোল দেখেছে দর্শকরা। ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে রিয়ালকে হারিয়ে শেষ হাসি হেসেছে ম্যানসিটি।
ম্যানচেস্টারের ইতিহাদে স্টেডিয়ামে এদিন শুরু থেকে আক্রমণাত্মক খেলা ম্যানসিটি শেষ পর্যন্ত ৪-৩ গোল ব্যবধানে জয়লাভ করে। ম্যাচে ম্যানসিটির পক্ষে কেভিন ডি ব্রুইনা, গ্যাব্রিয়েল জেসুস, ফিল ফোডেন ও বার্নার্দো সিলভা গোল করেছেন। অপরদিকে এই ম্যাচেও রিয়ালকে টেনে নিয়েছেন দলটির দুই তারকা ও নির্ভরযোগ্য স্ট্রাইকার করিম বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়র।