রমযান মাসে মুসলিমগন সারাদিন রোজা রাখার পর, সূর্যাস্তের সময় যে খাবার গ্রহণ করেন সেটাই ইফতার। আমাদের আশেপাশে অনেক রোজাদার মানুষ রয়েছেন যারা ঠিকমত ইফতার জোগাড় করতে পারছে না। কেউ কেউ আবার শুধু পানি দিয়ে ইফতার করছে। এই দুঃস্থ- অভাবী রোজাদার মানুষ যাতে একদিন তৃপ্তিকর ইফতার করতে পারে সেই উদ্দেশ্যেই 'হোপ ফাউন্ডেশন- হোপ ফর বাংলাদেশ' ২৫ তারিখ আয়োজন করেছিল "ইফতার-আত্মতৃপ্তির নিমন্ত্রণ"।
ফুটপাত, রেলস্টেশন, ওভার ব্রিজে যে সব নিপীড়িত, সুবিধাবঞ্চিত মানুষ বসবাস করে, তাদেরকে নিয়ে কাজ করে 'হোপ ফাউন্ডেশন- হোপ ফর বাংলাদেশ'।
'হোপ ফাউন্ডেশন' এর ইভেন্ট কো- অর্ডিনেটর, ইয়াসিন রহমান ইফতি বলেছেন, "অসহায়- দুঃস্থ মাুনষকে একবেলা তৃপ্তিকর ইফতার করিয়ে যে আত্মতৃপ্তি পাওয়া যায় অন্য কিছুতে সেটা পাওয়া যায় না।"