সকল জল্পনার অবসান! হয়ে গেল আলিয়া ভাট আর রণবীর কাপুরের বিয়ে। পরিবারের উপস্থিতিতে দুই তারকা সাত পাকে ঘুরলেন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিয়ের পিঁড়িতে বসলেন বলিউডের অন্যতম আলোচিত প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। যাদের আহ্লাদ করে ভক্তরা ডাকছেন ‘রণলিয়া নামে। বিয়ের তারিখ নিয়ে গণমাধ্যমগুলোর নানা পূর্বানুমান থাকলেও গুঞ্জনের অবসান হলো রণবীর এর মা নিতু সিং এবং বোন ঋদ্ধিমা কাপুর সাহানির ঘোষণায়।

সেখানে উপস্থিত ছিলেন পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, কারিনা, কারিশমা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, আয়ান মুখোপাধ্যায়রা।